Name: President 1
Designation: President 1
Phone: 01711344031
Email:
Description:
জনাব গোলাম মোঃ কিবরিয়া হেলাল
প্রাক্তন সভাপতি, পুকাশ স্কুল এন্ড কলেজ
পুকাশ স্কুল এন্ড কলেজের প্রাক্তন সভাপতি হিসেবে জনাব গোলাম মোঃ কিবরিয়া হেলাল সাহেব ছিলেন এক নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী, দূরদর্শী নেতা এবং অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব।
তাঁর নিষ্ঠা, প্রজ্ঞা ও নেতৃত্বের ছোঁয়ায় প্রতিষ্ঠানটি পেয়েছে দৃঢ় ভিত্তি ও সুশৃঙ্খল কাঠামো। শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের প্রতি তাঁর গভীর ভালোবাসা পুকাশ পরিবারের প্রতিটি সদস্যের হৃদয়ে আজও অম্লান।
তিনি সর্বদা বিশ্বাস করতেন — “শিক্ষা শুধু বইয়ের জ্ঞান নয়, বরং মানুষ গড়ার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার।”
এই মহান দর্শন অনুসারে তিনি পুকাশ স্কুল এন্ড কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করেছেন।
পুকাশ পরিবার তাঁর প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানায়।
তাঁর অবদান এবং আদর্শ আমাদের পথচলায় অনন্ত প্রেরণা হয়ে থাকবে।
Address:
পূর্ণা নগর ,গোয়াইনঘাট -সিলেট ।